Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

Last updated: 28th March 2024
Press Release

১৯৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে ব্রাসিলিয়ায় গণহত্যা দিবস পালিত

 

 ২৫ মার্চ ২০২৪:                                                                       

 

যথাযোগ্য মর্যাদায় দক্ষিণ আমেরিকার ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত হয়েছে। দূতাবাস কর্তৃক আয়োজিত কর্মসূচীতে ১৯৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতে আপামর নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গণহত্যা দিবস উপলক্ষ্যে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এছাড়াও গণহত্যা দিবস উপলক্ষ্যে নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

 

গণহত্যা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্যকে উপজীব্য করে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে ১৯৭১ এর ২৫ মার্চ ভয়াল রাতে সংঘটিত বিশ্বের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট এই গণহত্যায় নিহত ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন বাহিনী বিশেষ করে পুলিশ ও তৎকালীন ইপিআর সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার নিরস্ত্র বাঙালীদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাযুদ্ধে সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত স্থান কাল পাত্র ভেদে যেকোন গণহত্যা বন্ধের উদাত্ত আহ্বান জানান।

 

রাষ্ট্রদূত একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দেয়ার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং বর্তমান বাংলাদেশের ক্রমঅগ্রসরমান আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোকপাত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত ফয়জুননেসা মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নিধনের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বাংলাদেশে আশ্রয় প্রদানের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত উদার মানবিকতার প্রমাণ বলে উল্লেখ করেন। রাষ্ট্রদূত ফয়জুননেসা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী কর্তৃক অত্যন্ত পরিকল্পিত উপায়ে ‘Operation Searchlight’ এর মাধ্যমে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জোরালো দাবি জানান। ১৯৭১ এর এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ব্রাজিল বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা গণহত্যা দিবসে প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রয়াসে দেশ গড়ার কাজে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। তিনি নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে বিশ্বব্যাপী জোরালো জনমত তৈরী এবং ভবিষ্যতে এমন নির্মম গণহত্যার পুনরাবৃত্তি রোধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।

2024-03-25